ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে ঘরের উপর গাছ পড়ে শিশুর মৃত্যু, মা আহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ২৫ অক্টোবর ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঝড়ো বাতাসে বসত ঘরের ওপর গাছ পড়ে স্নেহা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আমেনা বেগম (২৩)।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্নেহা ওই গ্রামের অ্যাডভোকেট আবদুল্ল্যার মেয়ে। আহত আমনাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলসহ সারা জেলা জুড়ে সোমবার ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। বিকেল থেকে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইতে শুরু করে। প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া শেষে শিশু কন্যা স্নেহাকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন আমেনা বেগম। 

রাত ৩টার দিকে তাদের বসত ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়ে। এসময় গাছের চাপে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা স্নেহা এবং আমেনা চাপা পড়েন। ঘটনাস্থলে মারা যায় শিশু স্নেহা।

নিহতের পিতা আবদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তবে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এখনও আমরা এ বিষয়ে খোঁজ পায়নি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রচণ্ড বাতাসের কারণে নোয়াখালীতে সোমবার সন্ধ্যার পর থেকে বেশ কিছু জায়গায় বাড়িঘর, গাছপালা ভেঙে যাবার ঘটনা ঘটেছে। বেশ কিছু এলাকায় তীব্র বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মধ্য রাত থেকেই নোয়াখালীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া গ্রামীণ সড়ক, মেঘনা নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার ভোর থেকে সড়কে ভেঙে পড়া গাছগুলো সরানো, ঘর মেরামতসহ আশ্রয়ণ কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে লোকজন। 

তবে চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটসহ হাতিয়ার কোন ঘাট দিয়ে নৌ চলাচল শুরু হয়নি।

ঘূর্ণিঝড়ে হাতিয়ার কয়েকটি বেড়িবাঁধ ভেঙ্গে নিঝুম দ্বীপ, সুখচর, চরকিং, চরঈশ্বরসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি