ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকে মাইক্রোর ধাক্কা, দুই পুলিশ কনস্টেবলসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক উপ-পরিদর্শক ও  আরেক আসামি।

সোমবার রাতে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা জামালপুর জেলায় কর্মরত ছিলেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত সাড়ে আটটার দিকে গোলাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আরোহীদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা কনস্টেবল নূরুল ইসলাম ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উপ-পরিদর্শক আজিজুর হক ও কনস্টেবল মোঃ সোহেল ও আসামি লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি