ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পিস্তল-গুলি রাখার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ২৫ অক্টোবর ২০২২

পিস্তল ও গুলি রাখার দায়ে সিরাজগঞ্জে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে (২৫ অক্টোবর) সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।

সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম (৩২) উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র‌্যাব। 

এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। 

মামলা চলাকালে ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি