ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫২, ২৫ অক্টোবর ২০২২

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে ফজল শেখ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফজল শেখ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মৃত সহিদুল শেখের ছেলে।

মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর ইউপির মেঘনা এলাকায় শামছুলের বাড়িতে ইজিবাইকের ব্যাটারী চুরি করে পালাচ্ছিলো। এমন সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে পাংশার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা বলেন, এখনো পুলিশ নিশ্চিত না যে, এটা গণপিটুনিতে হত্যা? নাকি অন্য কোনও কারণ আছে! এ বিষয়ে তদন্ত চলছে।

সেইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি