ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিলেটের সঙ্গে সাড়ে ৪ ঘন্টা বিচ্ছিন্ন ছিল রেল যোগাযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ২৬ অক্টোবর ২০২২

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘণ্টা। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক যাত্রিবাহী ট্রেনের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াৎ হোসেন জানান, মঙ্গলবার বিকালে ৫টার দিকে লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল অভিমুখে রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্রীমঙ্গল স্টেশনে পাহারিকা ও সাঁতগাও স্টেশনে কালনী ট্রেন আটকা পড়ে।

এ ব্যাপারে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, বিকাল ৫টার দিকে লাউয়াছড়া গেস্ট হাউজের ক্রসিং থেকে শ্রীমঙ্গল অভিমুখে বিশাল আকৃতির দুটি বহেরা গাছ ভেঙ্গে রেল লাইনের উপর পড়ে। খবর পেয়ে সন্ধ্যা ৬টা থেকে রেল বিভাগ ও বন বিভাগের ২০-২৫ জন কর্মী রাত সাড়ে ৯টায় গাছ অপসারণ করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, গাছ অপসারণের পর রাত পোনে ১০টার দিকে শ্রীমঙ্গলে আটকা পড়া ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি