ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

এখনও বিদ্যুৎহীন উপকূলের ৬০ ভাগ মানুষ (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:৩৯, ২৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১২:৩৯, ২৬ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আগাতে লণ্ডভণ্ড উপকূলীয় অঞ্চল। দৃশমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় ১৭ জেলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৭ জন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ভেসে গেছে ঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। 

৭৪ কিলোমিটার গতিবেগের সিত্রাং তছনছ করে দিয়ে যায় উপকূল। ১৭ জেলায় সিত্রাংয়ে প্রাণ হারান ৩৭ জন।

ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলি জমি ও মাছের ঘেরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তাৎক্ষণিক তথ্য মতে ঝড়ে ৫৮ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঝড়ের কারণে সোমবার সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখনও বিদ্যুৎহীন উপকূলের ৬০ ভাগ মানুষ। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বেশির ভাগ জেলায়।

বাগেরগাটে ভেসে গেছে জেলার ৫২৫টি চিংড়ি ঘের ও ২২৫টি মাছের পুকুর। এতে প্রায় ক্ষতি হয়েছে প্রায় ৮৭ লাখ টাকার।

বরিশালে এক হাজার ৮৪৩টি দিঘি, পুকুর ও ঘের ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার ৪১৬ জন খামারি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি