ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে চালু হয়নি ক্ষতিগ্রস্ত ৪০ ভাগ সঞ্চালন লাইন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ২৬ অক্টোবর ২০২২

নোয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতিগ্রস্ত ৪০ ভাগ সঞ্চালন লাইন এখনও মেরামত করা সম্ভব হয়নি। যার কারণে বেশির ভাগ এলাকায় তিনদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। 

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জাকির হোসেন জানান, ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ৬শ’ স্থানে গাছ পড়ে ১৮৮টি খুঁটি ভেঙ্গে গেছে এবং ১৯টি টান্সফরমার বিকল হয়ে গেছে। এছাড়া ৪৫৬টি স্থান বিদ্যুতের তার ছিড়ে গেছে। 

এ পর্যন্ত ৬০ ভাগ এলাকায় মেরামত কাজ শেষ করা গেছে। আজ রাতের মধ্য বাকি কাজ শেষ করা গেলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি