ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁও  প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তুলা রাম পাল (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার হয় বলে জানান রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি জানান, নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন ভিকটিমের বাবা। তার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয় ও আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয় এবং বিজ্ঞ আদালতের বিচারকের নির্দেশে তাকে দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী স্কুলে গেলে স্কুলের শিক্ষক তুলা রাম পাল তাকে পাশের এক শ্রেণী কক্ষকে একাকী ডেকে নিয়ে যায় এবং কক্ষের দরজা জানালা বন্ধ করে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌনপীড়ন করেন। 

এসময় ওই ছাত্রী চিৎকার চেঁচামেচি করলে তাকে কক্ষ থেকে বের করে দেয়। 

পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলে বিষয়টি তার পরিবারকে জানায়। এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি