ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

উখিয়ায় গুলিতে ২ রোহিঙ্গা নাগরিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ২৭ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাতে ক্যাম্প-১৭’র সি ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ক্যাম্প ১৭ এর সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লার ছেলে আয়াত উল্লাহ (৪০) ও একই ক্যাম্পের মোহাম্মদ কাসিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ। 

তিনি জানান, ভোররাতে ক্যাম্প ১৭ এর সি-ব্লকের এইচ/৭৬ এ দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থলেই মারা যায় ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় আয়াত উল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি