ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ২৭ অক্টোবর ২০২২

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা বেগম নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আলাউদ্দিন। বিধবা এই নারী গৃহকর্মীর কাজ করতেন।

রাজশাহী রেলওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, সকালে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। পাঠার মোড় এলাকায় রেল-লাইনের লেভেল ক্রসিংয়ে কোনও গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি