ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২ তরুণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ২৭ অক্টোবর ২০২২

নড়াইলের লোহাগড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিফাত মোল্যা (২০) ও হাবিবুর রহমান (১৯) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।  

আটককৃত রিফাত মোল্যা বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে এবং হাবিবুর রহমান একই এলাকার কুবাদ মোল্যার ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী তাদের ঘর থেকে ছোট চাচাতো ভাইকে পাশের বাড়িতে এগিয়ে দিতে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির পাশে নির্জন স্থানে ধরে নিয়ে যায় বেলটিয়া গ্রামের রিফাত ও হাবিবুর। এ সময় হাবিবুরের সহযোগিতায় রিফাত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। 

এসময় স্কুলছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। এ সময় জনতা হাবিবুরকে ধরে পুলিশে দেয়। ওই রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রিফাতকেও আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, মূল অভিযুক্তসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি