ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সমাবেশ সফল করতে পটুয়াখালীতে বিএনপির প্রস্তুতি সভা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ২৮ অক্টোবর ২০২২

আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করতে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সারাদেশে লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধগতি, হত্যা, হামলা, মামলা ও পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করে জেলা বিএনপি।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চলনায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুসের রহমান, মুহাম্মদ মুনির হোসেন ও হাসান মামুন প্রমুখ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি