নোয়াখালীতে ৩০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা
প্রকাশিত : ১৬:৫২, ২৯ অক্টোবর ২০২২
নোয়াখালী পৌরসভার উদ্যোগে প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪০ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। শনিবার সকালে পৌরসভার মিলনায়তনে চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক চিকিৎসক উত্তম মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম রাজু প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ও মো. মনির হোসেন চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এসময় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এদের মধ্যে ৪০ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হবে।
কেআই//
আরও পড়ুন