ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেরা, ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ২৯ অক্টোবর ২০২২ | আপডেট: ২০:৪৯, ২৯ অক্টোবর ২০২২

দীর্ঘ সময় পর প্রাণচাঞ্চল্যতা ফিরেছে দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেদের চোখে এখন রঙিন স্বপ্ন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাতে মাছ শিকারে গেছেন উপজেলার প্রায় লক্ষাধিক জেলে। রাত থেকে ভোর পর্যন্ত জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়াই মাছ নিয়ে ঘাটে ফিরেছেন অনেক জেলে। 

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাতে হাতিয়ার চেয়ারম্যানঘাট, বাংলা বাজার, কাজীরঘাট, সূর্যমূখী, বুড়িরদোন, রহমত বাজার, নতুন সুইজ, কাদিরা সুইজ, জংগলিয়া, মোহাম্মদ আলী সুইজ, মোক্তারিয়াঘাট, আমতলিঘাট ও কাটখালিঘাটসহ অর্ধ-শতাধিক ঘাট থেকে মাছ শিকারে গভীর সমুদ্রে যায় জেলেরা।

চেয়ারম্যান ঘাটের জামাল মাঝি জানান, রাতে মাত্র কয়েক ঘন্টার ৪ মণ মাছ পেয়ে ভোরে ঘাটে এসেছেন। 

জেলে মনির উদ্দিন বলেন, দাম ভালো পেয়েছি মাছ বিক্রি করে আবার দ্রুত সাগরে ফিরে যাচ্ছি। 

আড়ংদার লিটন জানান, এভাবে ভালো মাছ ফেলে চলতি মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা তাদের।

মো. আশারুল ইসলাম (মেরিন ফিশারিজ কর্মকর্তা, হাতিয়া নোয়াখালী) বলেন, সকাল থেকে মৎস্য ঘাটগুলো পরিদর্শন করে জেলেদের জালে ভালো মাছ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মৎস্য কর্মকর্তারাও। তাঁরা বলছেন আজ থেকে ভালো মাছ পাওয়ার মাধ্যমে চলতি মৌসুমে মাছের সংকট কাটিয়ে উঠতে পারবে জেলেরা।

নিষেধাজ্ঞার পর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিললেও এখনও বড় সাইজের মাছ তেমন একটা পাননি তারা। জেলেদের আশা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বড় মাছ তাদের জালে মিলবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি