ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৮, ৩০ অক্টোবর ২০২২

ঘাতক ট্রাকসহ ড্রাইভার আটক

ঘাতক ট্রাকসহ ড্রাইভার আটক

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মারুফ হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের জেলেপাড়া পুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মারুফ নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার দ্বিন মোহাম্মদ ভেন্ডারের ছেলে। সে নারায়ণগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে ইজিবাইকে করে চাষাড়ার দিকে যাচ্ছিল মারুফ এ সময় ইজিবাইকটি জেলাপাড়া পুল এলাকায় পৌঁছুলে সে ইজিবাইক থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা  ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়। 

স্থানীয়রা আহত অবস্থায় মানুষকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এদিকে ঘটনার পর এলাকাবাসী ট্রাক ড্রাইভার নূর হোসেন (২৩)কে আটক করে। তবে সে কৌশলে পালিয়ে যায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, মারুফ ইজিবাইকে করে চাষারা যাওয়ার পথে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়। । এই ঘটনায় ইজিবাইক ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ঘাতক চালককে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি