ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাইকে বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক কেজি স্বর্ণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮, ৩০ অক্টোবর ২০২২

যশোরের শার্শার গাজীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ কওছার আলী (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক কওছার আলী শার্শা উপজেলার দাউদখালি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাবে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী কওছার আলীকে আটক করা হয়। 

পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা। 

আটক আসামি কওছারকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করলো ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি