ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সুন্দরবন দেখা হলনা মিন্টুর

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩২, ৩১ অক্টোবর ২০২২

সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে খুলনার সোনাডাঙ্গা থেকে রওনা হয় একদল পর্যটক। এদেরই একজন মিন্টু কাজী (৪০)।  পর্যটন স্পটে পৌঁছানোর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ট্রলারযোগে বনের করমজল পর্যটন স্পটে যাচ্ছিলেন তারা। এর মধ্যে হঠাৎ মিন্টু কাজী নামের এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। 

পর্যটন স্পটে পৌঁছানোর আগেই তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিন্টু কাজী খুলনার সোনাডাঙ্গার দেলোয়ার কাজীর ছেলে। 

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, “হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। প্রাথমিক নমুনা দেখে মনে হয়েছে স্ট্রোকজনিত কারণেই সে মারা গেছেন।”

মৃত মিন্টুর দুলাভাই মোঃ মিলন বলেন, “একসঙ্গে সুন্দরবন দেখতে এসেছিলাম। সকালে যাওয়ার পথে শরীর প্রচণ্ড ঘেমে অসুস্থ হয়ে পড়ে সে। দুবার বমিও করে। পরে সুন্দরবন না দেখেই মিন্টুকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

মিন্টুর চার বছরের এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে, মিন্টুর মৃত্যুর খবরে তার সঙ্গে আসা বাকী ৩৪ জন পর্যটকের কান্নায় হাসপাতালে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। 

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, চিকিৎসকের বক্তব্য অনুযায়ী মিন্টু স্ট্রোক জনিত কারণে মৃতুবরণ করেন। এছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

লাশ তার স্ত্রী ও দুলাভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি