ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর পুলিশ স্কুলে ১২শ’ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এবার নোয়াখালী পুলিশ কেজি স্কুলের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির ১২শ’ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে কোভিড টিকা।

সোমবার সকালে নোয়াখালী পুলিশ কেজি স্কুলের হল রুমে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

পুলিশ কেজি স্কুলের প্রধান শিক্ষক আ ফ ম রহমত উল্যার সভাপতিত্বে টিকা দান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান প্রমুখ।

এসপি শহীদুল বলেন, এ টিকা শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দেবে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে বহু আগে থেকেই শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশেও এগারোর্ধ্ব বয়সিদের টিকা দেওয়া হয়েছে। 

৫ থেকে ১১ বছর বয়সি যেসব শিশুকে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রেও স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি