ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে পোশাককর্মী জনি হত্যায় দুই আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৮, ১ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে পোশাককর্মী জয়নুর রহমান জনি হত্যার তিনদিনের মাথায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, আসামীদ্বয়কে সোমবার রাতে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখানে তারা আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃতদের নাম সাগর ওরফে কুত্তা সাগর এবং জয় চান। পেশায় তারা ছিনতাইকারী।
 
গত ২৯ অক্টোবর ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সরকারি মহিলা কলেজের পাশে রেল লাইনে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে ফিরে আসা জয়নুর রহমান জনিকে হত্যা করে মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। 

নিহত জনির পরিচয় পত্রে জানা যায়, সে বিসিক শিল্প নগরীতে পোশাক তৈরির কারখানা ফেইম অ্যাপারেলসের কর্মী। এ হত্যাকাণ্ড ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি