ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানাকে সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানার শুভাগমন ও দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে গাজীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র সদস্যবৃন্দ।

মঙ্গলবার বিকালে জেলা পুলিশ লাইন্সে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

পরে তিনি  জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কার্যালয় পরিদর্শন করেন এবং সদস্যদের সাথে মতবিনময় করেন। তিনি পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল এবং জনকল্যাণমুখী করার জন্য সকল সদস্যকে উদ্বুদ্ধ করেন।

মতবিনিময় সভা শেষে পুনাক সভানেত্রী জিনিয়া ফারাজানার সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ ও নারীদের হাড়ের ক্ষয়জনিত রোগের প্রতিকার বিষয়ে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়।  

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক  ডাঃ তাসফিন আলম তাকী ও ডা. নন্দিতা মালাকার আলোচনায় অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী শাকিলা আক্তার ও নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদিকা তাজরিয়ান রবি স্বর্ণ, সাংগঠনিক সম্পাদিকা সায়মা হক, দপ্তর সম্পাদিকা ডাঃ নন্দিতা মালাকার   এবং পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুনাক সভানেত্রী গাজীপুর কার্যালয় চত্তরে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি