ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ে তালা দিয়েছে তার সহপাঠিরা। 

পরে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষা কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা। 

ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে যৌন হয়রানির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত সোনাইমুড়ী-আমিশাপাড়া সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

জানা যায়, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ প্রতিদিন সকালে ৮ম শ্রেণির ১০ জন ছাত্রীকে প্রাইভেট পড়াতেন বিদ্যালয়ের পাশের একটি কক্ষে। সোমবার সকালে প্রাইভেট শেষে অন্য ছাত্রীদের চলে যেতে বলে ওই ছাত্রীকে থাকতে বলেন। 

সবাই চলে যাওয়ার পর শিক্ষক নিতাই জোরপূর্বক ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে কৌশলে ওই কক্ষ থেকে বের হয়ে বিষয়টি তার সহপাঠি ও পরিবারের লোকজনকে জানায় শিক্ষার্থী।

সোনাইমুড়ী-চাটখিল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি