ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাড়ি চাপায় শিশু শিক্ষার্থী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ২ নভেম্বর ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় গাড়ি চাপায় কুলসুমা আক্তার সুমাইয়া (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার মস্তাননগর কাটাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুমা উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে। কুলসুমা হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন, শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটি আটক করা হয়েছে। লাশ পরিবার নিয়ে গেছে। ঘটাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি