ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের পাইকারি বাজারে পঁচাগলা ইলিশ, হতাশ ক্রেতারা (ভিডিও)

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৩ নভেম্বর ২০২২

চাঁদপুরে ইলিশের পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে পঁচা ইলিশ। জেলে ও বিক্রেতাদের দাবি বরফ সংকটের কারণে পঁচে যাচ্ছে মাছ। এদিকে ভালো ইলিশ কিনতে না পারায় হতাশা নিয়ে ফিরছেন ক্রেতারা। 

নিষেধাজ্ঞা শেষে জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। চাঁদপুর জেলা বণিক সমিতির তথ্য মতে, গড়ে প্রতিদিন প্রায় দেড় থেকে দুইশ’ মণ ইলিশ আসছে পাইকারি বাজারে।

তবে জেলে ও বিক্রেতাদের দাবি, বরফ সংকটের কারণে মাছ কিছুটা নরম হয়ে যাচ্ছে।

জেলে ও বিক্রেতারা জানান, “মাছ যখন বেশি পায় তখন বরফের কারণে মাছ নষ্ট হয়ে যায়। ভালো মাছও আছে আবার অপেক্ষাকৃত কিছু নরম মাছও আছে। নরম সেগুলো যেগুলোর পেটে বেশি ডিম।”

ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরের বাজারগুলোতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। তবে ভালো ইলিশ না পেয়ে হতাশ তারা। অভিযোগ, অনেক দিন সংরক্ষণ করায় এমনটা হয়েছে।

ক্রেতারা বলেন, “অধিকাংশ মাছই অনেক আগের ধরা। সম্ভবত এক থেকে দুই সপ্তাহ আগের মাছ।”

বিশেষজ্ঞরা জানান, এমন পঁচা-গলা মাছ খেলে হতে পারে নানান জটিল রোগ।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, “এর মাছ খেলে পেটের পীড়া, ডায়রিয়া, বমি হতে পারে। সবচেয়ে বড় কথা কিডনি, লিভার ও হার্টে সমস্যা দেখা দেয়। এমনকি মারাত্মক ব্যাধি ক্যান্সারও হতে পারে।”

এসব পঁচা-গলা ইলিশ বিক্রি না করার দাবি সংশ্লিষ্টদের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি