ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পরকীয়া সম্পর্কে স্ত্রী, আমবাগানে মিললো স্বামীর মরদেহ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৭, ৩ নভেম্বর ২০২২

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মনির হোসেন ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।

স্থানীরা জানান, মনির হোসেনের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। সেলিম হোসেন নামে একজনের সঙ্গে মনিরের স্ত্রীর পরকীয়া চলছে বলে গুঞ্জন আছে এলাকায়। এ কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে জানান তারা।

মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আকিকুল ইসলাম জানান, নারায়ণপুর গ্রামের একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন এবং নিহতের স্ত্রীকে নজরে রাখা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি