ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈকতে কুমিল্লার কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বহস্পতিবার দুপুর দেড় টার দিকে সৈকতের সী গাল পয়েন্টের সৈকতের হাটু পানিতে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এ শিক্ষার্থী। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন।

মোহাম্মদ আরিফ (২১) কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সাথে নিয়ে ২ জন কক্সবাজার আসেন গত বুধবার। তারা ২ জন কলাতলীর সী সান হোটেলে অবস্থান নিয়ে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে আনা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেছে। প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি