ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নাটোরে ২২ কেজি ওজনের বিশাল কচ্ছপ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ৩ নভেম্বর ২০২২

নাটোরে ২২ কেজি ওজনের বিশাল এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় ঢাকাগামী আরআর ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাছের বস্তার ভিতর থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। 

পরে বণ্যপ্রাণি ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে কচ্ছপটি হস্তান্তর করা হয়।

নাটোর ডিবি পুলিশের ওসি এসএম আবু সাদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালান পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হয়। এসময় আরআর ট্রাভেলস নামে ঢাকাগামী যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভেতর মাছের বস্তার মধ্যে থেকে ওই ২২ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জানিয়ে ওসি এসএম আবু সাদাদ বলেন, পরে কচ্ছপটি বণ্যপ্রাণি ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি