ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রবাসীর স্ত্রীকে ১০০ বেত্রাঘাতসহ নির্যাতনে মামলা, গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ৪ নভেম্বর ২০২২

গ্রেফতারকৃত চার আসামি

গ্রেফতারকৃত চার আসামি

নাটোরের সিংড়ায় এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এবং আপত্তিকর অবস্থায় ধরা পড়া প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত করাসহ সামাজিকভাবে লাঞ্ছিত করা ও নির্যাতনের মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালের এ ঘটনায় রাতেই উপজেলার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক যুবকসহ দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন। স্বামী বিদেশে থাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য শালিস বসানো হয়। সেখানে বিচারকের ভূমিকায় উপস্থিত হন গ্রামেরই বেশ কয়েকজন। 

পরে তারা প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে সারাগ্রাম ঘোরানোর রায় দেন। সেইসঙ্গে আটক যুবককে ১০০টি বেত্রাঘাত ও এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। 

পরে রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ তাকে নির্যাতন ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগ এনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আরও বলেন, মামলার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি