ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পরকীয়ার জেরে...

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ৪ নভেম্বর ২০২২

নিহত এক সন্তানের জননী আছিয়া বেগম

নিহত এক সন্তানের জননী আছিয়া বেগম

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলা কেটে ও পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত আছিয়া বেগম ওই গ্রামের রনি শেখের (২৬) স্ত্রী। ঘটনার পর স্বামী রনি শেখ পালিয়ে গেছেন। দাম্পত্য জীবনে তাদের তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে নড়াইলের সড়াতলা গ্রামের রনি শেখের সঙ্গে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। রনির সঙ্গে অন্য মেয়ের পরকীয়ার কারণে তাদের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। 

এর জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘরের মধ্যে আছিয়াকে গলা কেটে হত্যা করে আগুন দিয়ে রনি পালিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের বাবার বাড়ির লোকজন।

প্রতিবেশিরা জানান, তারা জানালা দিয়ে আগুন দেখে চিৎকার করেন এবং আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুনে আছিয়ার শরীর পুড়ে গেছে। এছাড়া বিছানার চাদর, তোষক, কাঁথাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

শিশুপুত্রকে নিয়ে এ বাড়িতে শুধু তারাই (রনি-আছিয়া) থাকতেন। ঘটনার সময় তাদের শিশুপুত্র দাদার সাথে বাড়ির পাশের দোকানে ছিল।

এদিকে, মেয়ের সুখের কথা বিবেচনা করে প্রায় বছর খানেক আগে আছিয়ার বাবার বাড়ির পক্ষ থেকে রনিকে একতলা দালান ঘর করে দেয়া হয়। সেই ঘরের মধ্যেই রনি তার স্ত্রী আছিয়াকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দাম্পত্য কলহের কারণে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নড়াইল সদর হাসপাতালে আছিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি