ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাভার্ড ভ্যানের ধাক্কায় কৃষকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত ৮টায় গদখালী বাজারে ঘটনাটি ঘটে। নিহত মনু মিয়া (৪০) পুটিয়াপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, মনুমিয়া প্রতিদিনের মতই শুক্রবার গদখালী বাজারে আসেন। পরে তিনি রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৪-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মনু মিয়া। 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা কাভার্ড ভ্যানের চালককে আটক করে এবং মারপিট করে। এক পর্যায়ে কৌশলে পালিয়ে যায় চালক। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে হাজির হয়।

নাভারন হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই আমিরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেখানে যায়। মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। কিন্তু তারা যাওয়ার আগেই চালক পালিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি