ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘এগিয়ে চলার জন্য পড়ি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরে অর্পণ দর্পন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘এগিয়ে যাওয়ার জন্য পড়ি এবং সত্য অনুশীলন’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর প্রাক্তন মহাপরিচালক রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

অর্পণ দর্পন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. সাইফ ফাতেউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার রনি খাতুন, মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল ইসলাম। 

প্রতিযোগিতায় মেহেরপুর জেলার তিন উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি