ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ চালান মোংলায়

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪২, ৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৪৪, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ চালান নিয়ে মোংলা বন্দরে এসেছে একটি বিদেশি জাহাজ। ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্টিকটন কয়লা নিয়ে আসে বাহামাস পতাকাবাহী ‘এমভি পিথাগোরাস’ জাহাজ।

ওই জাহাজে আনা কয়লা রোববার (৬ নভেম্বর) সকাল থেকে খালাস শুরু হয়েছে। এর আগে শনিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙ্গর করে জাহাজটি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

বিদেশি জাহাজ ‘এমভি পিথাগোরাস’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে জাহাজটি গত এক মাস আগে ছেড়ে আসে। এটা চতুর্থ চালান। এই চালানে ৩৩ হাজার মেট্রিকটন কয়লা এসেছে। এর আগে আরও তিনটি চালানে দেড় লাখ টন কয়লা আনা হয়। আরও এক লাখ মেট্রিকটন কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আনা হবে। তবে সেটি প্রথমধাপের জন্য বলেও জানান তিনি। 

এদিকে, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ খুলনা গ্রিডে যোগ হচ্ছে। 

এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালের ২৪ এপ্রিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি