ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকা কলেজ শিক্ষার্থী নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৬ নভেম্বর ২০২২

প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মো. সাবাব আজাদ (২১) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে প্রাইভেটকারে করে একসঙ্গে মাওয়া ঘুরতে যান দুই বন্ধু সাবাব ও সিয়াম। ফেরার পথে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে সাবাব আজাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সিয়াম ঢামেকে চিকিৎসাধীন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি