ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রিপন দাস (২৮) ও শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক কন্যা সন্তান রয়েছে।

রিপন দাস জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে ও শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন তারা।

এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি