ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সলঙ্গায় বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৬, ৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৬ জন আহত হয়েছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের সেরুখা ছেলে ঠান্ডু (৪৩) ও আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০) নিহত হয়। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস দবিরগঞ্জ এলাকায় পৌছালে বিপরীত থেকে আশা নছিমন গাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয়সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি