ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিডিএ’র কাছে সরকারি জমি বরাদ্দ চায় রিহ্যাব (ভিডিও)

একরামুল হক, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১৪:৩৮, ৭ নভেম্বর ২০২২

আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষ-সিডিএ’র কাছে সরকারি জমি বরাদ্দ চায় রিহ্যাব। তারা বলছে, অংশিদারিত্বের ভিত্তিতে ফ্ল্যাট বানালে মানুষ কম দামে পাবে এবং পরিকল্পিত নগরায়নও সহজ হবে। 

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রতিনিয়ত আবাসন সংগঠন বাড়ছে। মানুষের চাহিদা মেটাতে ব্যক্তি উদ্যোগে তৈরি হচ্ছে ফ্ল্যাটবাড়ি। যার বেশির ভাগই পরিকল্পিত ও মানসম্মত নয়। এ অবস্থা নিরসনে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তথা সিডিএ’র কাছে জায়গা চেয়েছে রিহ্যাব। সিডিএ এগিয়ে এলে ঘর ভাড়ার টাকায় ফ্ল্যাট কেনা সম্ভব বলে মনে করেন সংগঠনের কর্মকর্তারা। 

চট্টগ্রামের রিহ্যাব চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, “ভাড়ার টাকা দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব হবে যখন সরকার জায়গার ব্যবস্থা করে দিবে। বর্তমান অবস্থায় সেটা কোনোমতেই সম্ভব নয়। প্রতিবছর ৪-৫ হাজার ফ্ল্যাটের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে আমরা সরবরাহ করতে পারছি ১ থেকে দেড় হাজার ফ্ল্যাট।”

রাস্তার পাশে পরিত্যক্ত ভূমি এবং আবাসিক ফ্ল্যাট জোনের জায়গা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রিহ্যাবের কাছে দিতে আগ্রহী সিডিএ। 

সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “তাদের দাবি ছিল, আমাদের কোনো জমি বা খালি জায়গা থাকলে শেয়ারিং বেইজড করবে। এটার জন্য আমরা প্রস্তুত আছি। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে তাদেরকে এটা দিতে রাজি আছি।”

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ফ্ল্যাট নির্মাণে সরকারি হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ঋণ সুবিধা দিতে আগ্রহী।

হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন চেয়ারম্যান প্রফেসর মো. সেলিম উদ্দিন বলেন, “ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনতে অনেকে হয়রানির সম্মুখীন হয়। কাগজপত্রে বা কোনো জায়গায় যদি ভুল-ত্রুটি থাকে তাহলে লোন পেতেও অনেক অসুবিধা। যদি এখানে সরকারি পক্ষ যুক্ত থাকে তাহলে লোন অনেক সহজে পাওয়া যায়।”

সমুদ্রবন্দর ঘিরে চট্টগ্রাম নগরের চারপাশে শিল্প এলাকা গড়ে উঠছে। আগামী কয়েক বছরের মধ্যে লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে। লাখো লোকের বাসস্থান নিশ্চিত করতে পরিকল্পিত আবাসন গড়ে তোলা সময়ের দাবি বলে বিশেষজ্ঞরা মনে করেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি