ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় বাসা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক রোকসানা খানমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে শহরের হাউজিং ডি ব্লকের নিজ বাড়ির শোয়ার ঘরের বিছানায় পাওয়া যায় মরদেহ। ঘরের সবকিছুও ছিলো এলোমেলো।

নিহত রোকসানা যশোর জেলার ঝিকলগাছার এলজিইডি অফিসে কর্মরত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষক রোকসানাকে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে খোকসা উপজেলার গড়াই নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। 

রোকসানা খানম রুনা কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষিকা ছিলেন। তার স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান এলজিইডি’র যশোর চৌগাছার হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

নিহতের স্বজনরা বলেন, রোকসানার স্বামী যশোরে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন। মাঝেমধ্যে কুষ্টিয়ায় আসেন। তাদের কোনো সন্তান নেই। রোকসানা একা বাসায় থাকতেন। মাঝেমধ্যে তার শাশুড়ি এসে থাকতেন। তিনিও কয়েকদিন ধরে ঢাকায়। বাসায় একা ছিলেন রোকসানা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি