ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ৮ নভেম্বর ২০২২

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের সিরাজগঞ্জ টিমের অভিযানে হত্যা মামলার পলাতক আসামীসহ ২ জনকে আটক হয়েছে। আটককৃত রকি (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

এসময় রকির সঙ্গে থাকা সোহান নামের আরেকজনকে প্রাইভেটকারসহ আটক করে পিবিআই।

পিবিআই এর পুলিশ পরিদর্শক (এডমিন) গোলাম কিবরিয়ার নেতৃত্বে সোমবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, হত্যা মামলার পলাতক আসামি রকি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আমরা জানতে পারি তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থান করছেন। 

এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ তাকে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আটক করি। 

এ সময় তার সাথে থাকা দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের সোহান নামে এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি