ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:৩৫, ৯ নভেম্বর ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী সদর হাসপাতালে নেন। হাসসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান। আর হাসপাতালে পৌছানোর পরে আরও একজনের মৃত্যু হয়। 

প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি