ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। শুক্রবার বাড়ির ভেতরে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বাড়ির ভেতরের আমগাছে পতাকা টাঙাতে উঠেছিল ওই যুবক। সেই দিক দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি