ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে মো. ইয়াছিন (১৯) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নেয়াজপুর ২নং ওয়ার্ড হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইয়াছিন ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তিনি সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। চার ভাই বোনের মধ্যে ইয়াছিন সবার ছোট ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াছিনের বড় ভাইদের সঙ্গে ঢাকায় থাকতো তার মা। এ সুবাদে গ্রামের বাড়িতে সে একাই থাকতো। শুক্রবার সকাল ৯টার দিকে ঘর থেকে ইয়াছিনের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা ধাক্কি করে খুলেন বাড়ির দুইজন ব্যক্তি। দরজা খুলে ভিতরে গিয়ে শয়ন কক্ষের আড়ির সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মৃতদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি থানায় অবগত করা হয়। স্থানীয়দের ধারণা ব্যক্তিগত কোন বিষয় নিয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি