ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শাহজাদপুরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩১, ১২ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী হতে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন (১৮) শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করতো।

নিহতের ফুপাতো ভাই শাহজাদপুর পৌরসভার কম্পিউটার অপারেটর ইমরান হোসেন জানান, মনির হোসেন (১৮) গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে ঘুরতে যায়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর রুপপুরে তার লাশ ভেসতে দেখে বাড়িতে খবর দেয়। এরপর পুলিশকে জানালে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি