উল্লাপাড়ায় লালন সাঁইজির স্মরণে ‘বাউল উৎসব’
প্রকাশিত : ২০:০৭, ১২ নভেম্বর ২০২২
বাউল সম্রাট ফকির লালন সাঁইজির স্মরণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘বাউল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতভর উপজেলার বেতকান্দি লালন চর্চা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা ও কুষ্টিয়া লালন একাডেমিসহ দেশের বিখ্যাত ভাব গানের গুণী শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এবার অনুষ্ঠানে মুল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সহজে অধর মানুষ না যায় ধরা।'
সংগীতানুষ্ঠান উপলক্ষে পঞ্চক্রোশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ফিরোজ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরু আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক কিরন।
এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন প্রমুখ।
আয়োজন কমিটির মানিক রতন জানান, বেতকান্দি লালন চর্চা কেন্দ্র প্রতি বছরের ন্যায় এবছরও বাউল গানের আয়োজন করেছে। এ অঞ্চলের বাউল গানের হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা এ অনুষ্ঠানে যোগ দেন। দেশের খ্যাতিমান লালন ঘরোনার শিল্পীরা এতে সংগীত পরিবেশন করে থাকেন।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার লালন ভক্ত ও অনুরাগীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে উৎসবে পরিণত করেন। গানের উৎসবকে কেন্দ্র করে মঞ্চ ও আশেপাশের এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম দোকানপাঠ আসে এ আয়োজনকে ঘিরে এলাকার মানুষ উৎসবে মাতে। সবার মুখে মুখে লালন ফকিরের গান মুখরিত হয়ে ওঠে।
কেআই//
আরও পড়ুন