ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে থাকতে হবে: সালমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫১, ১২ নভেম্বর ২০২২

নবাবগঞ্জে সীরাতুন্নবী মহা-সম্মেলনে সালমান এফ রহমান

নবাবগঞ্জে সীরাতুন্নবী মহা-সম্মেলনে সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জঙ্গি হামলায় দেখা যায় মুসলমানরাই বেশী মারা যায়। অথচ ইসলাম শান্তির ধর্ম, আর ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছে। শান্তিতে থাকতে হলে ইসলাম ধর্মের সকলকে কোরআন-সুন্নাহর আলোকে চলতে হবে। 

তিনি বলেন, দেখা যায়, নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে- তা ভুলে গিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে থাকতে হবে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজ মাঠে আল ইত্তেহাদ ফাউন্ডেশন আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে গেলো (স্বাধীনতা লাভ করল) তখন পাকিস্তানের নেতৃবৃন্দরা বলেছিলো, বাংলাদেশ আলাদা হলো ঠিকই কিন্তু তারা বেশীদিন টিকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ কোথায় চলে গেছে। এখন পাকিস্তান উল্টো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এতেই বুঝতে হবে বাংলাদেশে কতটা উন্নত হয়েছে।
 
ঢাকা-১ আসনের সংসদ সদস্য বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে। সেই সাথে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আশা করি, এ সমস্যা বেশীদিন থাকবে না। নির্বাচনে আমি দোহার ও নবাবগঞ্জে উন্নয়ন বিষয়ে যে সব ওয়াদা করেছিলাম, তা সব কিছুই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি মেগা প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে ইনশাল্লাহ। 

আল ইত্তেহাদ ফাউন্ডশন নবাবগঞ্জ শাখার সভাপতি মুফতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও  উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে এদিন সকালে দোহারে সালমান এফ রহমান এমপি মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে দোহার উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও প্রধান অতিথি হয়ে সরকারি বিভিন্ন মন্ত্রনালয়ের অনুদানের চেক, নগদ অর্থ, কৃষিপণ্য, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 
 
দুপুর আড়াইটায় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের সকল সদস্যবৃন্দর সাথে মতবিনিময় করেন। পরে এমপি নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আব্দুল ওয়াছেক মিলনায়তনে বিভিন্ন ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
 
এছাড়াও সালমান এফ রহমান উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া কালিগঙ্গা নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন ও কাঞ্চিরামপুর সড়কের সেতু উদ্বোধনসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি