ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বুড়িগঙ্গায় পাওয়া মরদেহটি জাবি ছাত্রলীগের সাবেক সা. সম্পাদকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ১৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:১৬, ১৩ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া মরদেহের পরিচয় মিলেছে৷ পুলিশ জানিয়েছে, মরদেহটি কৃষি খামারি দুরন্ত বিপ্লবের৷ তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন৷

নিহক দুরন্ত বিপ্লব (৫১) নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে৷ তার পরিবারের লোকজন থাকতেন ঢাকায়৷

মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ্জাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শনিবার বিকালে পাগলাঘাট থেকে একটি মরদেহটি উদ্ধার করা হয়৷ রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিহতের স্বজনরা৷ পরে রাত তিনটায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা৷’

শাহ্জাহান আলী আরও জানান, ‘অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ‘স্বজনরা জানিয়েছেন, দুরন্ত বিপ্লব নামে ওই ব্যক্তি গত সাত নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন৷ মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ পরিবারের মতামতের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ জানান,  “আজ একটার দিকে ওই মরদেহের ময়নাতদন্ত হবে৷ এরপর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যেতে পারে৷”

স্বজনরা জানান, জাহাঙ্গীরনগপ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটিরও সদস্য ছিলেন৷ কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল৷ গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাবার পথে তিনি নিখোঁজ হন৷ নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ৷

দুরন্ত বিপ্লবের ছোটবোন শ্বাশতী বিপ্লব তার ফেসবুক একাউন্টে লিখেছেন, “এমন মৃত্যু ভাইয়া ডিজার্ভ করেন না, কোনদিন না। নারায়ণগঞ্জের পাগলাঘাটে কচুরিপানার উপর এমন অসহায়ভাবে ভেসে থাকতে পারে না দুরন্ত বিপ্লব নামের কিংবদন্তিতূল্য ভাইটা আমার। সারাজীবন নিজের খেয়ালের রাজা ও। যারা ওকে চেনে, তারা জানে কি প্রবল আত্মসম্মানবোধ ছিলো ওর।”

“নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে এখন। রাত ৩টায় সেই ছবি দেখে এসেছি। দুর্জয়, ইমরুলরা ওকে আনতে গেছে। ৭ তারিখই ও চলে আমাদের ছেড়ে। কামরাঙ্গীরচর থেকে পাগলা পর্যন্ত ভেসে যেতে ওর ৫ দিন লেগেছে।”

নিহতের পরিবার জানিয়েছে, আজ বাদ আছর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি