ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারত গেল বিজিবি প্রতিনিধি দল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিজিবি রিজিয়ন কমান্ডার ও বিএসএফ আইজি পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দলটি ভারতের কোলকাতা যায়।

বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন স্পেশাল প্রতিনিধিও রয়েছেন। 
কোলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। 

পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের কোলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়  নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সম্মেলনে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, অস্ত্র, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি