ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মৃত গরুর মাংস বিক্রি, দুইভাইকে জেল-জরিমানা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুইভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও কসাই মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়। এর আগেও এমন কাজ করে ধরা খেয়েছে কয়েকবার বলে জানান এলাকার ব্যবসায়ীরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক কসাই ও তার ভাই আলম কসাই দীর্ঘদিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি