ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ১৪ নভেম্বর ২০২২

কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় একই এলাকার বাবুলের ছেলে সোহেল (২৫) নামের এক আসামিকে আটক করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। সে পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিল।

নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের তর্কবিতর্ক হয়। উক্ত ঘটনার জের ধরে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ধরলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো  রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। 

আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের তাৎক্ষনিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের এ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি