দত্তনগর খামারের উপ-সহকারি পরিচালককে কুপিয়ে জখম
প্রকাশিত : ১৫:৩৮, ১৪ নভেম্বর ২০২২
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান দত্তনগর খামারের উপ-সহকারি পরিচালক মিজানুর রহমানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ফার্মের মধ্যে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজাদকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
ফার্মের উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন মোল্লা জানান, আগামীকাল মঙ্গলবার কৃষিমন্ত্রী দত্তনগর ফার্ম পরিদর্শন করবেন। এ জন্য ফার্মের সীমানা প্রাচীর রঙ করাসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছিল। এসময় ফার্মের কর্মী সামাউলের বিচুলী গাদা ফার্মের মধ্যে থেকে সরিয়ে নিতে বলেন সহকারি উপ-পরিচালক মিজানুর রহমান।
এতে ক্ষিপ্ত হয়ে কিছু বোঝার আগেই সামাউলের ভাই আজাদ ধারালো হেসো দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মিজানুর রহমানকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত আজাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অসাধু উপায়ে ফার্মের তেল চুরির অভিযোগ উঠে। উপ-পরিচালক মিজানুর রহমানের অসাধু উপায় ঠেকাতে খুবই তৎপর ছিলেন। এ জন্য তার উপর ক্ষোভ ছিল আজাদের।
এসব কারণেই মূলত মিজানুর রহমানের উপর এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন জানান, বাম পায়ের দুইস্থানে ধারাল অস্ত্রের কোপের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অস্ত্রোপচারের জন্য অর্থোপেডিক্স চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আগামীকাল ফার্মে কৃষিমন্ত্রী পরিদর্শনে আসবেন। তাই ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এসময়ে মিজানুর রহমানকে কুপিয়ে জখম করা হয়। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদনকারী সরকারি খামারটি ঝিনাইদহ জেলার মহেশপুর এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তিন হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত।
এএইচ
আরও পড়ুন