ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৪ নভেম্বর ২০২২

আটক বড়ভাই নুরু হাওলাদার

আটক বড়ভাই নুরু হাওলাদার

Ekushey Television Ltd.

ঝালকাঠির কাঠালিয়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোটভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই নুরু হাওলাদার।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মহিষকান্দি গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয় জনতা ঘাতক বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত বেল্লাল হাওলাদার ও ঘাতক নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মন্নান হাওলাদার জানান, নুরু হাওলাদার ও বেল্লাল হাওলাদার দুই সহদরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ছোটভাই বেল্লাল হাওলাদার পাশ্ববর্তী সোবাহান হাওলাদারের ঘরে ঘুমিয়ে ছিল। এসময় বড় ভাই নুরু হাওলাদার দাও দিয়ে ছোটভাই বেল্লালকে এলোপাথারী কোপায়। 

এতে বেল্লালের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয় এবং মাথার মগজ বের হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেল্লালের মৃত্যু হয়। 

এদিকে ছোটভাই বেল্লালকে খুন করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, বড় ভাইর হাতে ছোটভাই হত্যা ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি