ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে শেয়ালের কামড়ে আহত ১২, এলাকায় আতঙ্ক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ১৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার নিকড়া, কাটাখালী, ইউসুফপুর ও খাড়াকান্দা এলাকায় শেয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছে। স্থানীরা বলছে, শেয়ালটি পাগলা হওয়ায় এমন ঘটনা ঘটেছে। শেয়ালের আতঙ্কে তিনটি গ্রামের হাজারো মানুষের ঘুম নেই। 
 
আহতরা হলেন নিকড়া এলাকার খোরশেদ খানের ছেলে আব্দুল সালাম(৫০), লিটনের স্ত্রী সুমি (৩৪), মমিন খানের স্ত্রী ফিরোজা (৫০), লিটনের ছেলে সাঈম বেপারী (১৭), চান খানের ছেলে জালাল খান (৬০), কাটাখালী এলাকার রিপনের স্ত্রী লাইলী (৩৫), সেন্টুর ছেলে ফাহিম (৭), মজর আলীর ছেলে মো. ফরহাদ (৪৫), সালাম বেপারীর ছেলে কাউম (৬০), শহিদের ছেলে সজিব হোসেন (২৭), খাড়াকান্দা আব্দুস সামাদের ছেলে জাকির হোসেন (৩৮) ও ইউসুফপুর এলাকার মৃত শেখ হাকিমের ছেলে শেখ নবিন হোসেনসহ এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জন। আহতরা সবাই দোহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

এ বিষয়ে দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন জানান, যেহেতু এটা বণ্যপ্রাণী তাই এর কামড় মারাত্মক। যাকে কামড়াবে অবশ্যই সেই ব্যক্তির আক্রান্ত স্থানে অন্তত ১৫ মিনিট কাপর কাচা সাবান দিয়ে ধৌত হবে এবং ৫টি ভ্যাকসিন পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। তাহলে তিনি সুরক্ষা পাবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি